বড় খবর: সকাল সকাল দিল্লি ছাড়লেন রাহুল

সকাল সকাল দিল্লি ছাড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কেসি বেণুগোপালের টুইট থেকে সামনে এল আসল তথ্য।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
111

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সকাল সকাল দিল্লি ছাড়লেন রাহুল গান্ধী। কর্ণাটকের উদ্দেশ্যে এদিন রওনা দিলেন কংগ্রেস সাংসদ।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল-এর টুইট থেকে যা জানা যাচ্ছে, কর্ণাটকে মহিলাদের জন্য বিশ্বের সর্ববৃহৎ কল্যাণ প্রকল্প - গৃহ লক্ষ্মী যোজনার শুভ সূচনা করবেন রাহুল। তাঁর সঙ্গেই থাকবেন আইএনসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিন মহীশূর থেকেই শুরু হতে চলেছে এই প্রকল্প।

এদিন কর্ণাটকের উদ্দেশ্যে রওনা হওয়ার সময়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী চীন সরকারের ‘মানচিত্র সংস্করণ’ নিয়ে বলেন, “আমি বছরের পর বছর ধরে বলে আসছি যে প্রধানমন্ত্রী যা বলেছেন, লাদাখে এক ইঞ্চি জমিও হারিয়ে যায়নি, তা মিথ্যা। পুরো লাদাখ জানে যে চীন সীমা লঙ্ঘন করেছে। এই মানচিত্র সমস্যাটি খুবই গুরুতর। তারা কেড়ে নিয়েছে লাদাখের জমি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কিছু বলা উচিত”। সম্প্রতি লাদাখ সফরেই গিয়েছিলেন রাহুল গান্ধী। আর তারপর তাঁর এই অভিজ্ঞতা ব্যক্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।