এক কাপড়ে ঘরছাড়া 'জলের গান' -এর মুখ্য সঙ্গীতশিল্পী!

প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে তাদের।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
BTGE

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ওপার বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী হলেন রাহুল আনন্দ। 'জলের গান'-এর মুখ্য সংগীতশিল্পী রাহুল আনন্দের বাড়িতে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা।

File:Rahul Anand.jpg - Wikimedia Commons

সেই হামলায় ভেঙে ফেলা হয়েছিল তার ৩০০০ বাদ্যযন্ত্র। সোমবার রাতে ধানমন্ডিতে রাহুল আনন্দের বাড়িতে ঘটেছে এই ঘটনা। দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে স্ত্রী ও সন্তানকে নিয়ে এক কাপড়ে ঘরছাড়া হয়েছেন তিনি। জানা গেছে তাকে, তার স্ত্রীকে এবং তার ১৩ বছরের ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

Rahul Anand: পাশে দাঁড়িয়েছিলেন আন্দোলনকারীদের, তারাই ভেঙে গুড়িয়ে দিল  ৩০০০ বাদ্যযন্ত্র! স্ত্রী-পুত্রকে নিয়ে এক কাপড়ে ঘরছাড়া রাহুল আনন্দ ...

শিল্পীর এই বাড়িটি জলের গানের স্টুডিও ছিল। এখানেই রেকর্ড করা হয়েছিল বিখ্যাত সব গান। একসময় তিনিই কিন্তু আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছিলেন। তবুও দুষ্কৃতদের প্রতিরোধের আগুনের হাত থেকে রক্ষা পেল না তার পরিবার।

Adddd