/anm-bengali/media/media_files/qdneIFMykn8uiQtAqex7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, বাঁকুড়ার সিমলাপাল ব্লকের ছোটো রামবনি এলাকায়আচমকাই আকাশ থেকে বিশালাকার বরফের চাঁই এসে পড়ল রাস্তার ধারে। এমন দৃশ্যে তো হতবাক এলাকার লোকজন। যারা সামনে ছিল, ভয়ে ছুটে পালায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন বাঁকুড়ার সিমলাপাল থানার ছোট রামবনি এলাকায় গ্রামের রাস্তার ধারে জমিতে কাজ করছিলেন স্থানীয় বাসিন্দারা। সকাল সাড়ে ১০টার সময় প্রবল শব্দ শুনতে পান এলাকার লোকজন। সামনেই মাঠে কাজ করছিলেন স্থানীয় বাসিন্দা আকাশ দুলে।
স্থানীয় বাসিন্দা বলেন, "আমরা কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ কানে এল। তারপর সামনে গিয়ে দেখি বিশাল বরফের গোলা পড়ে আছে। আকাশ থেকে পড়েছিল।" এলাকার লোকজন জানান, ওই বরফের গোলার ওজন এক-দেড় কুইন্টাল হবে।
স্থানীয়দের দাবি, প্রবল শব্দে মাটিতে আছড়ে পড়াতেই টুকরো টুকরো হয়ে যায় বরফটি। এই ঘটনায় প্রাথমিকভাবে আতঙ্ক ছড়িয়েছে চাষিদের মধ্যে। প্রথমে তাঁরা এলাকা ছেড়ে পালিয়েও যান। পরে যদিও সাহস করে ঘটনাস্থলে যান। তারপর যেয়ে দেখে যেখানে বরফের চাঁই পড়েছিল সেই জায়গায় মাটিতে বেশ কিছুটা গর্ত হয়ে গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us