Pritam Santra
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2coLaIBM6rW5SgEDbdGI.jpg)
নিজস্ব সংবাদদাতা: এগরার বিস্ফোরণের (Egra Blast) ঘটনায় প্রশ্ন উঠেছে প্ৰশাসনের ভূমিকা নিয়ে। বলা হচ্ছে বাজি কারখানাটি চলছিল লুকিয়ে। অভিযুক্ত ভানু বাগকে (Bhanu Bag) পুলিশ (Police) আগে গ্রেফতার করেছিল বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (CM Mamata Banerjee)। এসপি (SP) নিজেও জানিয়েছেন ভানু বাগকে গ্রেফতার করার কথা। এরপর নাকি সে জামিন পেয়ে গিয়েছিল। এরপরেও সেই ব্যক্তি কী করে গ্রামের মধ্যে বেআইনিভাবে কারখানা চালাচ্ছিল সে ব্যাপারে প্রশ্ন রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us