জেলাবাসী সাবধান, ঠান্ডার হাড় কাঁপুনি রয়েছে আরও

ঠান্ডার দাপট এতোটাই বেশি যে উত্তরবঙ্গকেও হারিয়ে দিচ্ছে দক্ষিণবঙ্গ।

New Update
winter purulia.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঠান্ডার অনুভূতি ভালোই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে। মাঝে অবশ্য কয়েকদিনের জন্যে বাদ পড়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলি। গতবছরের শেষ কয়েকদিন থেকেই ঠান্ডা বিদায় নেয় দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে। তবে গত সপ্তাহ থেকেই তাপমাত্রা ফের একবার নেমেছে দক্ষিণবঙ্গে। ঠান্ডার দাপট এতোটাই বেশি যে উত্তরবঙ্গকেও হারিয়ে দিচ্ছে দক্ষিণবঙ্গ।

আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানা যাচ্ছে। আজ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি। আর হাওয়ার গতিবেগ ঘন্টায় ১০ কিলোমিটার।

hiren