New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : মণিপুরে জাতিগত হিংসার দুই বছর পূর্তিতে শনিবার দিল্লির জনতার মঞ্চে পৃথকভাবে বিক্ষোভ প্রদর্শন করল কুকি-জো ও মেইতেই সম্প্রদায়ের সদস্যরা।
/anm-bengali/media/media_files/2025/05/03/xbCLQCCUMmnGUt4wCpn5.jpg)
কুকি-জো সম্প্রদায়ের বিক্ষোভকারীরা কালো পোশাকে অংশগ্রহণ করে নিহতদের শ্রদ্ধা জানান ও শোক প্রকাশ করেন। পাশাপাশি, তাঁদের দীর্ঘদিনের দাবি—স্বতন্ত্র কেন্দ্রশাসিত অঞ্চল—পুনরায় জোর দিয়ে তুলে ধরেন। এই বিক্ষোভের আয়োজন করেছিল Indigenous Tribal Leaders' Forum (ITLF) এবং Kuki-Zo Women's Forum, Delhi (KZWFD)।
মণিপুরে ২০২৩ সালের ৩ মে জাতিগত সংঘর্ষের সূত্রপাত হয়, যার জেরে বহু মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার পরিবার ঘরছাড়া হন। দুই সম্প্রদায়ই নিজেদের অবস্থান ও দাবিকে সামনে রেখে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানান। এদিনের কর্মসূচিতে দিল্লিতে বসবাসকারী কুকি-জো ও মেইতেইদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us