New Update
/anm-bengali/media/media_files/HEPA56HI7T03dXHRRY4s.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন লোকসভা নির্বাচনের হাতিয়ার তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য়ের মহিলাদের ভোট টানতে এবার লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করেছে তারা। আজকে থেকেই তার প্রস্তুতি শুরু করছে তৃণমূল কংগ্রেস। সূত্র মারফত জানা গিয়েছে যে, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে তুলে ধরেই লোকসভা নির্বাচনে ভোট চাইবেন রাজ্যের তৃণমূল প্রার্থীরা। এলাকার তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান প্রত্যেক বাড়ির মহিলারা পাচ্ছেন।
আজ, শনিবার থেকে রাজ্যের সব ব্লকে হবে ধন্যবাদ মিছিল। লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ল মাসিক ভাতা। মহিলাদের আর্থিক সুবিধা মিলবে আরও। এই ইস্যুতে চলবে প্রচার। কলকাতাতেও কেন্দ্রীয় মিছিল করবে মহিলা সংগঠন । গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত হবে এই মিছিল।
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us