ডঃ পরশুরাম কোমাজি খুনে-এর সঙ্গে সাক্ষাৎ শেষে আপ্লুত মোদি!

গতকাল চন্দ্রপুরে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভা শেষে তিনি ডঃ পরশুরাম কোমাজি খুনে-এর সঙ্গে সাক্ষাৎ করেন। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
BNJ;KH

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন, "গতকাল চন্দ্রপুরে, ডঃ পরশুরাম কোমাজি খুনে-এর সাথে দেখা করে আনন্দিত। যিনি গত বছর পদ্মশ্রীতে সম্মানিত হয়েছিলেন।

sfgdhfjgk

তাঁর অসাধারণ কাজ, উপজাতীয় সম্প্রদায়ের উন্নতির জন্য নাটক এবং লোকশিল্পের ব্যবহার, তাঁকে ব্যাপক সম্মান দিয়েছে। তাঁর এই প্রচেষ্টা সংস্কৃতি বৃদ্ধির এবং সামাজিক সচেতনতাকে উৎসাহিত করতে সাহায্য করেছে।"

Padma Shri Parshuram Khune Is One Of His Kind - The Indian Tribal

Add 1