নিজস্ব সংবাদদাতা: রাশিয়ায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "আমি খুশি যে ভারত ও রাশিয়া বৈশ্বিক সমৃদ্ধিতে নতুন শক্তি দিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এখানে উপস্থিত আপনারা সবাই ভারত ও রাশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে অবদান রেখেছেন।
/anm-bengali/media/media_files/sDZ9WiXwlM1DsRzPDupR.png)
আপনারা কঠোর পরিশ্রম এবং সততার সঙ্গে রুশ সমাজের জন্য কাজ করেছেন। রাশিয়া শব্দটি শুনলেই প্রতিটি ভারতীয়র মনে প্রথম যে শব্দটি আসে তা হল ভারতের সুখ-দুঃখের অংশীদার, ভারতের বিশ্বস্ত বন্ধু, আমরা একে 'দোস্তি' বলি।
/anm-bengali/media/media_files/N3xaOAh2mOGQX90K2bcS.jpg)
রাশিয়ায় শীতের মরশুমে তাপমাত্রা যতই মাইনাস হয়ে যাক না কেন, ভারত-রাশিয়ার বন্ধুত্ব সবসময়ই প্লাসেই ছিল। এই সম্পর্কটি পারস্পরিক বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার মজবুত ভিত্তির উপর গড়ে উঠেছে।"
/anm-bengali/media/post_attachments/9d6eeb423c56b5a201ff8a397d0492915557842286f4c6ca12b3456273d2c9f6.webp)