ভারতের বিশ্বস্ত 'দোস্তি' রাশিয়ার...

রাশিয়ায় এক সম্মেলনে রাশিয়া ও ভারতের বন্ধুত্বের সম্পর্কে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
 b b b bfgvhmke6

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "আমি খুশি যে ভারত ও রাশিয়া বৈশ্বিক সমৃদ্ধিতে নতুন শক্তি দিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এখানে উপস্থিত আপনারা সবাই ভারত ও রাশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে অবদান রেখেছেন।

mhtrfd

আপনারা কঠোর পরিশ্রম এবং সততার সঙ্গে রুশ সমাজের জন্য কাজ করেছেন। রাশিয়া শব্দটি শুনলেই প্রতিটি ভারতীয়র মনে প্রথম যে শব্দটি আসে তা হল ভারতের সুখ-দুঃখের অংশীদার, ভারতের বিশ্বস্ত বন্ধু, আমরা একে 'দোস্তি' বলি। 

';ম

রাশিয়ায় শীতের মরশুমে তাপমাত্রা যতই মাইনাস হয়ে যাক না কেন, ভারত-রাশিয়ার বন্ধুত্ব সবসময়ই প্লাসেই ছিল। এই সম্পর্কটি পারস্পরিক বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার মজবুত ভিত্তির উপর গড়ে উঠেছে।"

 

Adddd