নিজস্ব সংবাদদাতা: রাশিয়ায় এক সম্মেলনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "৬০ বছর পর, ভারতে তৃতীয়বারের মতো সরকার হিসেবে নির্বাচিত হওয়া একটি খুব বড় বিষয়।
/anm-bengali/media/media_files/N3xaOAh2mOGQX90K2bcS.jpg)
এর সঙ্গে ৪টি রাজ্যেও নির্বাচন হয়েছিল। অরুণাচল প্রদেশ, সিকিম, অন্ধ্র প্রদেশ এবং ওড়িশা- এই চারটি রাজ্যে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জিতেছে।
/anm-bengali/media/media_files/sDZ9WiXwlM1DsRzPDupR.png)
ওড়িশায় একটি মহান বিপ্লব ঘটেছে এবং সেই কারণেই আমি আজ ওড়িয়া স্কার্ফ নিয়েই আপনাদের মাঝে এসেছি।"
/anm-bengali/media/post_attachments/9d6eeb423c56b5a201ff8a397d0492915557842286f4c6ca12b3456273d2c9f6.webp)