কংগ্রেস ধর্মের ভিত্তিতে দেশভাগ করেছিল

কৃষ্ণনগরের এক জনসভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

author-image
Shroddha Bhattacharyya
New Update
wery pm modi fght.jpg

নিজস্ব সংবাদদাতা: কৃষ্ণনগরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, "তৃণমূল, কংগ্রেস ও বামপন্থীদের নিয়ে গঠিত ইন্ডিয়া জোট একটাই জিনিস জানে, তা হল তোষণ।

pm modijiik.jpg

কংগ্রেস ধর্মের ভিত্তিতে দেশভাগ করেছিল। সীমান্তের ওপারে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ ও জৈনদের ফেলে রাখা হয়েছিল, তাদের কী দোষ ছিল?

BGRW

 স্বাধীনতার সময় তাদের দেখভাল করার গ্যারান্টি দেওয়া হয়েছিল কিন্তু পরে তা ভুলে গেছিল কংগ্রেস এবং তাই বিজেপি সিএএ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।"

Add 1