কিছু দল উঠে যাবে...

ছত্তিশগড়ের সুরগুজায় বিজয় সংকল্প শঙ্খনাদ মহা-ৱ্যালিতে বক্তব্য রাখার সময় কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
BGRW

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের সুরগুজায় বিজয় সংকল্প শঙ্খনাদ মহা-ৱ্যালিতে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, "ছত্তিশগড়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার সাক্ষী গোটা দেশ। আমি এখানে 'বিকশিত ভারত' এবং 'বিকিশিত ছত্তিশগড়'-এর জন্য আপনাদের আশীর্বাদ নিতে এসেছি।

pm modijiik.jpg

আমি 'বিকশিত ভারত'-এর কথা বললে কংগ্রেস রেগে যায়। যদি ভারত শক্তিশালী হয়ে যায় তবে কিছু দল আর দুর্নীতি করতে পারবেনা। যদি ভারত আত্মনির্ভর হয়ে যায় তবে কিছু দল দেশ থেকে উঠে যাবে।

pm modi dfs.jpg

 তাই জন্য বিরোধীরা কংগ্রেস ও ইন্ডিয়া জোট দ্বারা গঠিত দুর্বল ভারত সরকার গঠন করতে চায়।"

Add 1