নওয়াদায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

নওয়াদাতে একটি নির্বাচনী প্রচারে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
narendraa modipm.jpg

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নওয়াদাতে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেছেন, "আমি বিহার ও মগধের ভূমিকে সালাম জানাই। মগধের এই মহান ভূমিতে চন্দ্রগুপ্ত মৌর্যের সাহসিকতা, আচার্য চাণক্যের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা রয়েছে। দেশকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এর ক্ষমতা রয়েছে।

narendra modi dhjk.jpg

এই এলাকাটি বিহারের প্রথম মুখ্যমন্ত্রী বিহার কেশরী কৃষ্ণ বাবুর জন্মস্থানও। নওয়াদা লোকনায়ক শ্রী জয়প্রকাশ নারায়ণের কর্মস্থলও। আমি এই সমস্ত মহান ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধার সাথে প্রণাম করছি।"

narendra modi aw3.jpg

Add 1