New Update
/anm-bengali/media/media_files/9Jhgh2msmUeneHnUeNUd.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আজ ২৫ ফেব্রুয়ারি বাংলার জন্য এক নতুন দিনের সূচনা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে একাধিক নয়া প্রকল্পের সূচনা করবেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে যে কল্যাণীতে নতুন এইমসের উদ্বোধন করবেন তিনি। শিলান্যাসের মধ্যে দিয়ে আজ এক নতুন সূচনা করবেন।
পশ্চিমবঙ্গের কল্যাণীতে খুব শীঘ্র চালু হতে চলেছে এইমস হাসপাতাল।
এইমস কল্যাণী - পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা ব্যবস্থার এটি একটি নতুন ভোর !
— BJP West Bengal (@BJP4Bengal) February 25, 2024
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আজ জনসাধারণকে এইমস কল্যাণী উৎসর্গ করবেন। pic.twitter.com/eAzaWUI5qK
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us