/anm-bengali/media/media_files/CQeWbod59QALYbhB8BNF.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: একদিকে আজ শুভ রথযাত্রা। আর আজকের দিনেই জন্মেছিলেন তিনি। ৬৫ বর্ষে পা রাখলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজকের দিনেই ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি। সাঁওতালি পরিবারে জন্মগ্রহণ করলেও নিজের ব্যক্তিত্বের জোরে বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন দ্রৌপদী।
রাষ্ট্রপতি হওয়ার আগে দ্রৌপদী মুর্মু ছিলেন ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল। আর ভারতের ১৫তম রাষ্ট্রপতি। অবশ্য এক্ষেত্রে বলে রাখা ভালো তিনি দেশের প্রথম সাঁওতালি রাষ্ট্রপতিও।
#WATCH | President Droupadi Murmu offers prayers at Jagannath Mandir in Hauz Khas, Delhi ahead of lord Jagannath Rath Yatra 2023 pic.twitter.com/sebK1Fq0Gt
— ANI (@ANI) June 20, 2023
এদিন জন্মদিন উপলক্ষ্যে পাশাপাশি রথ যাত্রা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মেয়েকে সঙ্গে নিয়ে পুজো দিলেন জগন্নাথ মন্দিরে। দিল্লির হাউজ খাসের জগন্নাথ মন্দিরে পুজো দেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us