Recruitment Scam: নিজামে হাজিরা চিকিৎসকের

সোমবার সকালে সিবিআই দফতরে হাজিরা দিলেন প্রেসিডেন্সি জেলের চিকিৎসক ডঃ পি কে ঘোষ। শুক্রবারই প্রেসিডেন্সি জেলের এই চিকিৎসককে ইমেল করে নোটিশ পাঠায় সিবিআই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-webp-to-jpg (37) (1)

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায়, প্রেসিডেন্সি জেলের সুপারের পর এবার প্রেসিডেন্সি জেলের চিকিৎসক হাজিরা দিলেন নিজাম প্যালেসে। পূর্ব নির্ধারিত নির্দেশ অনুযায়ী এদিন সকালে সিবিআই দফতরে হাজিরা দেন প্রেসিডেন্সি জেলের চিকিৎসক ডঃ পি কে ঘোষ। শুক্রবারই প্রেসিডেন্সি জেলের এই চিকিৎসককে ইমেল করে পাঠানো হয় তলব এর নোটিশ।

যা জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া ধৃতদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হতে চলেছে প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে। পার্থ চট্টোপাধ্যায় থেকে মানিক ভট্টাচার্যদের সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। এর পাশাপাশি কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত বিষয়েও জেলের চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।