গাজা যুদ্ধঃ শিশুরা হাসতে ভুলে গেছে, যুদ্ধবিরতির আহ্বান!

স্বাস্থ্য উদ্বেগের মধ্যে ঐতিহ্যবাহী ইস্টার ভাষণে পোপ ফ্রান্সিস গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

New Update
israel air strike.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার ইস্টারের প্রথাগত ভাষণে পোপ ফ্রান্সিস ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান।

ম।ক

ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার মানুষের সামনে পোপ ফ্রান্সিস যুদ্ধকে 'অযৌক্তিকতা' বলে নিন্দা করেন এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সমস্যা নিয়ে কথা বলেন।

রবিবারের ভাষণে পোপ ইসরায়েল-হামাস যুদ্ধে 'অবিলম্বে যুদ্ধবিরতির' আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং 'গাজায় মানবিক ত্রাণের প্রবেশাধিকার নিশ্চিত করার' এবং 'জিম্মিদের দ্রুত মুক্তির' আহ্বান জানান।

Add 1

তিনি দাবি করেন, যুদ্ধবিধ্বস্ত শিশুরা হাসতে ভুলে গেছে।