যুদ্ধ, বেসামরিক নাগরিকদের মৃত্যু! বিচলিত পোপ

রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন পোপ।

New Update
ক,ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ পোপ ফ্রান্সিস সোমবার ভ্যাটিকানে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেলের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেন।

জয়েন্ট চিফসের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি পোপের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে 'সম্মানিত' হয়েছেন বলে জানিয়েছেন মুখপাত্র কর্নেল ডেভ বাটলার। 

বাটলার বলেন, "দু'জনের মধ্যে প্রায় ৩০ মিনিট বৈঠক হয় এবং মিলি পোপ ফ্রান্সিসকে মার্কিন সংবিধানের একটি অনুলিপি উপহার দেন। ইউক্রেন সম্পর্কে আলোচনার সময়, পোপ চলমান যুদ্ধের সময় বেসামরিক হতাহতের সংখ্যা সম্পর্কে বিশেষভাবে উদ্বিগ্ন ছিলেন।"