পুলিশ-বাহিনীতে ছয়লাপ শেখ শাহজাহানের দুয়ার

ইডির আধিকারিকদের সংখ্যা ১৩। আর সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা ১২৫ জন।

New Update
sandeshkhalis.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গত ৫ জানুয়ারি মাত্র ২৭ জন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সন্দেশখালির ‘টাইগার’ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাড়ির তালা ভাঙার সময় প্রায় ৩ থেকে ৪ হাজার বিক্ষুব্ধ গ্রামবাসী তাঁদের ওপর চড়াও হয়। তারপরের ইতিহাস সকলের জানা। গ্রামবাসীদের ঘায়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। বাদ যায়নি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। প্রহৃত হয় সংবাদমাধ্যম।

সেই ঘটনার পেরিয়েছে ১৯টা দিন। আর আজ ফের শাহজাহানের দুয়ারে পৌঁছাল ইডি। এবার  ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো। ইডির আধিকারিকদের সংখ্যা ১৩। আর সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা ১২৫ জন।

সেই তালিকা থেকে বাদ যায়নি পুলিশও। আজ কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে প্রচুর সংখ্যক রাজ্য পুলিশও। মহিলা-পুরুষ মিলিয়ে মোট পুলিশের সংখ্যা ৩৫। রয়েছে র‍্যাফও। কার্যত দুর্গে পরিণত হয়েছে বেতাজ বাদশার আবাসন। বাড়ির সামনের রাস্তাও ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের র‍্যাফও। কোনও রকম কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ সম্পূর্ণ রূপে প্রস্তুত পুলিশ-বাহিনী উভয়েই।

স্ব

স

স