কংগ্রেস অপমান করেছে আদিবাসী সম্প্রদায়কে?

দেশের আদিবাসী উন্নয়ন নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
narendra modi aw3.jpg

নিজস্ব সংবাদদাতা: বস্তারে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, "আদিবাসী সম্প্রদায়কে কংগ্রেস সবসময়ই অপমান করেছে।

sfgdhfjgk

সেই আদিবাসী সম্প্রদায়ের মেয়ে আজ দেশের রাষ্ট্রপতি৷ বিজেপি ছত্তিশগড়ে প্রথম আদিবাসী মুখ্যমন্ত্রীকে দিয়েছে৷ বিজেপি একটি পৃথক মন্ত্রক এবং আদিবাসীদের জন্য একটি পৃথক বাজেট তৈরি করেছে। গত ১০ বছরে আদিবাসী কল্যাণের বাজেট পাঁচবার বাড়ানো হয়েছে।"

narendra modi eryu.jpg

Add 1