/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই চর্চায় ছিল প্রধানমন্ত্রী কি বলবেন মণিপুর ইস্যুতে সেই বিষয়টি। প্রধানমন্ত্রী কেন চুপ রয়েছেন তাও প্রশ্ন তুলছিলেন বিরোধীরা। এরকম ভাবেই দেখতে দেখতে পেরিয়েছে ২১টা দিন। মেলেনি প্রধানমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া। আর আজ হচ্ছে সেই দিন, যেদিন সংসদে অবশেষে বক্তব্য রাখতে চলেছেন নরেন্দ্র মোদি।
অথচ সেক্ষেত্রেও ক্রমাগত পিছোচ্ছে সময়। সকাল ১১টা থেকে অধিবেশন শুরু হলেও তা বারবারই স্থগিত হচ্ছে শাসক-বিরোধী বিক্ষোভে। শেষমেশ জানা গেল বিকেল ৪টেয় বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী।
যা জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিকেল ৪টের দিকে অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন এবং তখনই নিজের প্রতিক্রিয়া দেবেন তিনি।
Prime Minister Narendra Modi will be taking part in the discussion on the Motion of No-Confidence at around 4 PM this evening. pic.twitter.com/ugmMP4IWrr
— ANI (@ANI) August 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us