New Update
/anm-bengali/media/media_files/lE1WE0WEZrsk1Br7tXgJ.png)
নিজস্ব সংবাদদাতা: মোদী ৩.০-এর পূর্ণাঙ্গ বাজেট কাল অনুষ্ঠিত হবে। আজ থেকে শুরু হচ্ছে সংসদীয় বাজেট অধিবেশন। এই অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "দেশবাসীদেরকে যা গ্যারান্টি দিয়েছে সেই গ্যারান্টিগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে চলেছি।
/anm-bengali/media/media_files/2fHLXhjqQWN7AbLzHhzn.jpg)
স্বাধীনতার যখন ১০০ বছর পূর্ণ হবে, সেই ২০৪৭ সালের বিকশিত ভারতের লক্ষ্যের ভিত হবে এই বাজেট। দেশবাসীর জন্য গর্বের বিষয় যে অর্থনীতির ভিত্তিতে ভারত দ্রুত এগিয়ে চলেছে। গত তিন বছরে লাগাতার ৮% গ্রোথের সঙ্গে আমরা এগিয়ে চলেছি।
আজ পজিটিভ আউটলুকের ভিত্তিতে ভারত তার শীর্ষে রয়েছে।"
/anm-bengali/media/post_attachments/dac80e11fa0912c19b684ea72324f08ed822fe7c129b891adb3f27c688a0e54e.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us