উত্তরপ্রদেশের কৃষকদের অ্যাকাউন্টে ৭০,০০০কোটি টাকা!

উত্তরপ্রদেশের একটি জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

author-image
Shroddha Bhattacharyya
New Update
narendra modii wrt2.jpg

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, "প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে উত্তরপ্রদেশের কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৭০,০০০ কোটি টাকা পেয়েছে ৷

kpmodiio2.jpg

বিজেপি সরকার এখানকার আখ চাষিদের যে পরিমাণ অর্থ স্থানান্তরিত করেছে সেটা গত ১৪ বছরে এসপি, বিএসপি, কংগ্রেস কেউ করতে পারেনি।"

pm modi dfs.jpg

Add 1