New Update
/anm-bengali/media/media_files/mopAh9zEAKeU1iD5zpPT.png)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুতে ISRO টেলিমেট্রি ট্র্যাকিং এবং কমান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্সে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই পা রাখতেই বিজ্ঞানীদের করতালিতে মুখর হয়ে ওঠে সমগ্র সেন্টার। তাঁকে পুষ্প স্তবক দিয়ে সম্মান জানান ইসরো প্রধান এস সোমনাথ। এরপর তাঁর সাথেই এই সমগ্র ল্যান্ডিং প্রক্রিয়ার ডায়াগ্রাম ঘুরে দেখেন তিনি। একই সাথে ইসরো প্রধানের কাছ থেকে বোঝেন সম্পূর্ণ বিষয়টি।
#WATCH | Prime Minister Narendra Modi at ISRO Telemetry Tracking & Command Network Mission Control Complex in Bengaluru pic.twitter.com/IO3YxuV4JE
— ANI (@ANI) August 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us