/anm-bengali/media/media_files/1gVFexfMuzegxVmCHc83.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: প্রথমে মণিপুরের লাগাতার হিংসা আর তারপর প্রকাশ্যে আসা ২ মহিলার ভাইরাল ভিডিও; উভয় ঘটনায় তোলপাড় গোটা দেশ। অবিজেপি দলগুলির কাছে যেন এই দুটি বিষয় এখন সবচেয়ে বড় হাতিয়ার। তাই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন প্রত্যেকেই।
এদিন এমন ভাবেই সমাজবাদী পার্টির সাংসদ রাম গোপাল যাদব ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের উচিত দৃঢ় পদক্ষেপ নেওয়া। মণিপুরের মুখ্যমন্ত্রীর কারণে অব্যবস্থাপনা ঘটে চলেছে অবিরত। সেখানে রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত। যদি একটি অংশ মুখ্যমন্ত্রীকে বিশ্বাস না করে, তাহলে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। প্রধানমন্ত্রী ভালো বক্তৃতা দেন কিন্তু দেশে কী ঘটছে তা নিয়ে কথা বলবেন না তিনি। মণিপুরে আদিবাসীদের মারধর করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী অপরাধীদের রক্ষা করছেন। এটা মেনে নেওয়া যায় না”।
#WATCH | Samajwadi Party MP Ram Gopal Yadav says, "Central government should take concrete action. Mismanagement has happened because of Manipur's CM. President's rule should be imposed there. If one section doesn't trust the CM, peace can't be established. PM gives good speeches… pic.twitter.com/zfsbRPj69m
— ANI (@ANI) July 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us