কৃষ্ণনগরের প্রার্থীকে ফোন, ‘বিরাট তথ্য’ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী

কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের কাছে ফোন এল প্রধানমন্ত্রীর।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
amruta modi.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল সন্দেশখালির মেয়ে তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর সাথে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে ‘শক্তিরূপেণ’ বলে সম্বোধন করেছিলেন। দিয়েছিলেন প্রচারের পাঠ। এবার ফের একবার ফোন এল এরাজ্যের আরও এক প্রার্থীর কাছে।

কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের কাছে ফোন এল প্রধানমন্ত্রীর। আজ রাজমাতার সাথে ফোনে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন তাঁর সাথে কথা বলার সময় বলেন যে, “পশ্চিমবঙ্গের দরিদ্রদের কাছ থেকে লুট করা অর্থ যা ইডি বাজেয়াপ্ত করেছে তা ভোটের পর থেকে চেষ্টা করা হবে গরীবদের ফেরত দেওয়ার। সেই প্রক্রিয়ার বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে”।

Untitled-design-2024-03-25T132925.507.webp

প্রধানমন্ত্রী আরও বলেন যে, “একদিকে বিজেপি দেশে দুর্নীতির মূল উৎখাত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অন্যদিকে সমস্ত দুর্নীতিবাজ একে অপরকে বাঁচাতে একত্রিত হয়েছে। প্রধানমন্ত্রী আস্থা প্রকাশ করেছেন যে পশ্চিমবঙ্গ রাজ্যে 'পরিবর্তন'-কে ভোট দেবে”। রাজমাতা অমৃতা রায়ও প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের জন্যে সর্বপরী যা করার তা তিনি করবেন। একই সাথে প্রধানমন্ত্রীকে ধন্যবাদও দিয়েছেন তিনি।

rajmata-amrita-roy-mahua-moita-bjp-trinamool-congress-krishnanagar-bengal-lok-sabha-elections-272205314-1x1.webp

Add 1