রাম লালাকে অপমান করেছে বিরোধীরা!

উত্তরপ্রদেশের পিলিভীতে এক জনসভার সময় কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদি।

author-image
Shroddha Bhattacharyya
New Update
narendra modii wrt2.jpg

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের পিলিভীতে এক জনসভার সময় প্রধানমন্ত্রী মোদি বলেছেন, "ভারত জোটের দলগুলি সবসময়ই রাম মন্দির নির্মাণকে ঘৃণা করে। তারা রাম মন্দির 'প্রাণ প্রতিষ্ঠা'-র আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে এবং রাম লালাকে অপমান করেছে। তাদের দলের যারা অনুষ্ঠানে যোগ দিয়েছিল তাদের সাসপেন্ড করা হয়েছে ৬ বছরের জন্য। কংগ্রেস তুষ্টির রাজনীতিতে এতটাই গভীর যে তারা কখনই এর থেকে বেরিয়ে আসতে পারবে না ৷

kpmodiio2.jpg

কংগ্রেসের ইশতেহারটি মুসলিম লিগের জন্য তৈরী। ভারত যদি প্রতিবেশী দেশ থেকে নির্যাতিত সংখ্যালঘুদের নাগরিকত্ব না দেয়, তাহলে কে দেবে?"

kpmodiio1.jpg

Add 1