/anm-bengali/media/media_files/DG1sCfrKsgOKsxbhpa2H.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: শুরু হল জি-২০ শীর্ষ সম্মেলন। ইতিমধ্যেই এসে পৌঁছেছেন সকল দেশের রাষ্ট্রপ্রধানেরা। রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে ভারত মণ্ডপম-এর সভাস্থল যেন আলাদায় মাত্রা পেয়েছে। এর মধ্যেই জি-২০ দেশগুলির সাথে যুক্ত হয়ে গেল আফ্রিকার নাম। ভারত থেকেই হয়ে গেল সেই সংযুক্তিকরণ।
এদিন উদ্বোধনী ভাষণ দেওয়ার সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি-২০-এর স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নের প্রধানকে তার আসন গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। সকল দেশের সম্মতি নিয়ে তিনি এই ঘোষণা করেন। করমর্দনে প্রত্যকেই সম্মতি প্রদান করেন। আর এই ভাবেই যুক্ত হল আফ্রিকান ইউনিয়নের নাম।
#WATCH | G 20 in India | Prime Minister Narendra Modi invites the Head of the African Union to take his seat, as a permanent member of the G20 as the first session of the Summit begins. pic.twitter.com/ueCe7pwNLS
— ANI (@ANI) September 9, 2023