Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/HLMfji2r22yjSgaR1MJc.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: পাশ্চাত্যরীতি অনুযায়ী আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে মাদার্স ডে। আই আবহে আজ মোদির মাকে সম্মান জানালো দুই বিজেপি কর্মী। আজ বঙ্গে ৪ জায়গায় নির্বাচনী সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই মধ্যে একটি সভা ছিল হুগলী লোকসভা কেন্দ্রের অন্তর্গত চুঁচুড়া এলাকায়।
/anm-bengali/media/post_attachments/811e03e07e9cd6563b4b438495514710aea35de39a5c49debccf151a763a6171.jpg)
সেইখানেই দু'জন বিজেপি সমর্থক প্রধানমন্ত্রীর মায়ের ছবি এঁকে এনেছিলেন। সভা চলাকালীনই ওই দুটো ছবি চেয়ে পাঠান তিনি। এছাড়া তিনি ছবির পেছনে ওই দুই বিজেপি সমর্থকদের নাম ও ঠিকানা লিখে দিতে বলেন।
/anm-bengali/media/post_attachments/3e5133802a6ab785cca9a185ed6e5367215635a765bc84f5e1f4e616c7fd3c6d.jpg)
সবশেষে, প্রধানমন্ত্রী বলেন যে, তিনি তাদের উক্ত ঠিকানায় চিঠি লিখে পাঠাবেন।
/anm-bengali/media/post_attachments/d030031c6ffaf8a78f5ee02a256043453cd958fdfc802f56bcc86d756a183fba.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us