মাদার্স ডে-তে মায়ের ছবি উপহার পেলেন প্রধানমন্ত্রী

মাদার্স ডে উপলক্ষ্যে সমর্থকদের কাছ থেকে উপহার পেলেন মোদি।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
FCGHVJBKNLM

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: পাশ্চাত্যরীতি অনুযায়ী আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে মাদার্স ডে। আই আবহে আজ মোদির মাকে সম্মান জানালো দুই বিজেপি কর্মী। আজ বঙ্গে ৪ জায়গায় নির্বাচনী সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই মধ্যে একটি সভা ছিল হুগলী লোকসভা কেন্দ্রের অন্তর্গত চুঁচুড়া এলাকায়।

PM Modi Attacks Oppn Over Rahul's 'Shakti' Remark, Says 'Will Sacrifice  Life For Mothers & Sisters' - News18

সেইখানেই দু'জন বিজেপি সমর্থক প্রধানমন্ত্রীর মায়ের ছবি এঁকে এনেছিলেন। সভা চলাকালীনই ওই দুটো ছবি চেয়ে পাঠান তিনি। এছাড়া তিনি ছবির পেছনে ওই দুই বিজেপি সমর্থকদের নাম ও ঠিকানা লিখে দিতে বলেন।

Top Events on May 12: PM Modi to hold rallies in West Bengal, Bihar,  Mother's Day, IPL Match and more | Mint

সবশেষে, প্রধানমন্ত্রী বলেন যে, তিনি তাদের উক্ত ঠিকানায় চিঠি লিখে পাঠাবেন। 

Add 1