চাকরি নয়,বড় কৃষক হতে চায় পিংলার শান্তনু

একটি জমিতে একই সময়ে তিন ধরনের সব্জি ফলায় শান্তনু।

author-image
Adrita
New Update
স

নিজস্ব সংবাদদাতা, পিংলাঃ শুরুটা হয়েছিল তিন বছর আগে। তার আগে করতেন সিঙ্গাপুরে শিপ বিল্ডিংয়ের কাজ। ২০১৯ এ মায়ের শারীরিক অসুস্থতা দেখা দেয়। সব মিলিয়ে বেশ কয়েকটা বছর অন্য ভাবে কেটেছে। তবে গত তিন আগে শুরু হওয়া জার্নি ধীরে ধীরে এগিয়ে চলেছে। সাত ডেসিমেল জায়গা দিয়ে শুরু হয়েছিল বিভিন্ন শাক সব্জির চাষ। আর ২০২৪ এ দাঁড়িয়ে তা পৌঁছে গিয়েছে সাড়ে তিন একর জায়গায়। যেখানে আধুনিক যুগে মানুষ চাকরির পেছনে ছুটছে,ইউটিউবার হচ্ছে, ব্যাবসা করছে, সেই সময় বড় কৃষক হওয়ার স্বপ্ন দেখছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জামনা গ্রামের বাসিন্দা শান্তনু সামন্ত। বেশীর ভাগ চাষ তার থার্ড লেয়ারে হয়। অর্থাৎ একটি জমিতে একই সময়ে তিন ধরনের সব্জি ফলায় শান্তনু।

জানা গিয়েছে যে, শশা, ঝিঁঙে, বাদাকপি, ফুলকপি, বেগুন, বরিবটি, উচ্ছে, ঝিঙে, টমেটো এবং যাবতীয় শাক। এরসঙ্গে রয়েছে সূর্যমুখী, ড্রাগন, ব্রোকোলি। বর্তমানে পিংলা ও তার আশেপাশে এই সমস্ত সব্জি পাইকারি দরে বিক্রি করেন শান্তনু। একটি বাড়ীও তৈরি করেছে সে। তবে তার বেশীর ভাগ জায়গা লিজে নেওয়া। এবার নিজের নামে জায়গা করে সরকারি সহযোগিতা নিয়ে চাকরি নয় বড় চাষি হতে চায় পিংলার শান্তনু।

Add 1