জোড়া মসজিদের ওরশ উৎসবে সামিল হতে প্রতিবেশী দেশ থেকে আগত পুণ্যার্থীরা

ওরশ উৎসবে যোগ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে আসছেন ভারত বাংলাদেশ।

author-image
Adrita
New Update
d

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ প্রতি বছরের ন্যায় এবছরও মেদিনীপুর শহরের মির্জাবাজারের জোড়া মসজিদের ওরশ উৎসবে সামিল হতে প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে করে প্রায় দুহাজারের বেশী পুণ্যার্থীরা হাজির হলেন মেদিনীপুরে। 

শুক্রবার ভোর সাড়ে ৫ টা নাগাদ বাংলাদেশ থেকে ২২৫৬ জন পুণ্যার্থী নিয়ে এই বিশেষ ট্রেন মেদিনীপুর স্টেশনে হাজির হন৷ এদের মধ্যে পুরুষ ১৩১৯ জন, মহিলা ৮৫৩ জন এবং শিশু ৮৪ জন ছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ থেকে ৩ দিন উরুষ উৎসবে যোগ দিয়ে আগামী ১৮ ই ফেব্রুয়ারি রাতে পুণ্যার্থীদের নিয়ে মেদিনীপুর স্টেশন থেকে পুনরায় বাংলাদেশ রওনা দেবে এই বিশেষ ট্রেন।

প্রসঙ্গত বিগত ১০০ বছরের বেশী সময় ধরে প্রতি বছর মেদিনীপুরের এই ওরশ উৎসবে যোগ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে আসছেন ভারত বাংলাদেশ।

v