New Update
/anm-bengali/media/media_files/Ue4DIICryIxhSs96iPTa.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় অ্যান্টিক প্রদেশে কয়েকজন যাত্রী বহনকারী একটি বাস ব্রেক ফেল হয়ে পাহাড় থেকে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছে।
এন্টিকের গভর্নর রোডোরা কাদিয়াও বলেন, 'আটজনের অবস্থা আশঙ্কাজনক এবং চারজনের অবস্থা স্থিতিশীল।'
কাদিয়াও জানান, 'মঙ্গলবার বিকেলে ইলোইলো প্রদেশ থেকে যাত্রীবাহী বাসটি অ্যান্টিকের কুলাসি শহরে যাওয়ার পথে একটি বাঁকানো রাস্তায় ব্রেক বিকল হয়ে ৩০ মিটার (৯৮.৫ ফুট) নিচে খাদে পড়ে যায়।'
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us