যুদ্ধের মাঝে ঐক্যের ডাক, হিমন্তর মন্তব্যে ক্ষুব্ধ কংগ্রেস!

অপারেশন সিন্ধুর প্রেক্ষাপটে সর্বদলীয় সফরকে স্বাগত কংগ্রেসের। হিমন্ত শর্মার মন্তব্যে ক্ষোভ ঝারলেন পবন খেরা।

author-image
Debapriya Sarkar
New Update
pawan khera (1)

নিজস্ব সংবাদদাতা : সীমান্তপারের সন্ত্রাস ও 'অপারেশন সিঁদুর'এর পক্ষে বিদেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোকে সমর্থন জানালেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি বলেন, “পি ভি নরসিংহ রাওও এক সময় বাজপেয়ীকে পাঠিয়েছিলেন। কঠিন সময়ে দেশকে এক কণ্ঠে কথা বলতে হয়।”

Operation sindoor

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিস্ব শর্মার রাজনৈতিক মন্তব্যের তীব্র সমালোচনাও করেন তিনি। বলেন, “যুদ্ধের সময় কংগ্রেস-বিজেপি রাজনীতি করা লজ্জাজনক।”