নজরে একাধিক ইস্যু, তোলপাড় সংসদ

লোকসভা-রাজ্যসভা উভয় কক্ষেই সরকার বিরোধী একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখাতে চলেছেন বিরোধী সাংসদরা। তাতে উত্তাল হতে চলেছে সংসদের উভয় কক্ষ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
11111

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজও তোলপাড় হতে চলেছে সংসদের দুই কক্ষ। লোকসভা-রাজ্যসভা উভয় কক্ষেই সরকার বিরোধী একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখাতে চলেছেন বিরোধী সাংসদরা।

যা জানা যাচ্ছে, রাজ্যসভার সাংসদ ডঃ সৈয়দ নাসির হুসেন মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আজ ফের অধিবেশন স্থগিতের আবেদন করবেন।

কংগ্রেস সাংসদ মনীশ তেওয়ারি চীনের সাথে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য লোকসভায় স্থগিত প্রস্তাবের নোটিশ দিচ্ছেন আজই।

 

আপ সাংসদ সুশীল কুমার গুপ্ত হরিয়ানা হিংসার প্রসঙ্গটি আজ রাজ্যসভায় তুলে ধরবেন। তাতে কক্ষ উত্তাল হতে পারেও বলে মনে করা হচ্ছে।

লোকসভা সাংসদ নামা নাগেশ্বর রাও তেলেঙ্গানার বন্যা সহ দেশের একাধিক স্থানের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করার প্রস্তাব দেবেন। তার জন্যে অধিবেশন স্থগিত করে আলোচনা করার আবেদন জানাবেন তিনি।