Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/WfoMpBV5j2gOxYQKWsBN.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভীষণ উত্তাপে পুড়ছে তিলোত্তমা। গত কয়েকদিন ধরেই প্রবল গরমে নাজেহাল শহরবাসী। আর এর মধ্যেই তিলোত্তমার বুকে ঘটে গেল ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। অফিস টাইমে ফের ফিরল স্টিফেন কোর্টের সেই ভয়ঙ্কর স্মৃতি। পার্ক স্ট্রীটের পার্ক সেন্টারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। প্রথম আগুন লাগে সকাল ১০টা নাগাদ। তারপর দাউদাউ করে ছড়িয়ে পড়ে সেই আগুন।
/anm-bengali/media/media_files/2p6eMt9ud8X1WO7cUchT.jpg)
যা জানা যাচ্ছে, অ্যালন পার্কের ঠিক সামনের ক্যাফেতে আগুন লেগেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ৬টি ইঞ্জিন। আশেপাশের এলাকা ফাঁকা করা হয়েছে। অফিস টাইম বলে স্বাভাবিক ভাবেই এই মুহুর্তে জমজমাট পার্ক স্ট্রীট। আর তাতেই বিপদের আরও আশঙ্কা করছে দমকল কর্মীরা।
/anm-bengali/media/media_files/9gAmjHrdVoRrTJq9NMrG.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us