জলপথে প্যারিসে রওনা দিলো মা দূর্গা

ওজন প্রায় আনুমানিক দুশো কেজির মতো । প‍্যাকিং করে জাহাজে করে প‍্যারিসের পথে রওনা দিলো এই দূর্গা প্রতিমা । চাকদহের কেবিএমের অনুপ গোস্বামী হাতে তৈরী এই দূর্গা প্রতিমা।অস্ট্রেলিয়ার পর এই বছর প‍্যারিসে । অনুপ গোস্বামী গত রথযাত্রায় এই অর্ডার পেয়েছেন।

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-09-03 at 17.46.42.jpeg

 নিজস্ব সংবাদদাতা: চাকদহের তৈরী দূর্গা প্রতিমা এবার প‍্যারিসে যাচ্ছে জলপথে।গত দুমাস ধরে তৈরী করা হয়েছে এই ফাইবারের  দূর্গা প্রতিমা।এক চালা প্রতিমা , লম্বা সাড়ে সাত ফুট,চওড়া সাড়ে দশ ফুট। ফোল্ডিং সিস্টেমে তৈরী করা হয়েছে এই দূর্গা প্রতিমা  ।  ওজন প্রায় আনুমানিক দুশো কেজির মতোন । প‍্যাকিং করে জাহাজে করে প‍্যারিসের পথে রওনা দিলো এই দূর্গা প্রতিমা  । চাকদহের কেবিএমের অনুপ গোস্বামী  হাতে তৈরী  এই দূর্গা প্রতিমা।অস্ট্রেলিয়ার পর এই বছর প‍্যারিসে রওনা দিলেন মা দূর্গা ।  অনুপ গোস্বামী গত রথযাত্রায় এই অর্ডার পেয়েছেন।