New Update
/anm-bengali/media/media_files/2025/06/29/screenshot-2025-06-29pm-2025-06-29-13-50-30.png)
নিজস্ব প্রতিনিধি: পবিত্র রথযাত্রার দিনে পাঁশকুড়া ব্লকের রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব শুকুতিয়া গ্রামে একটি দীর্ঘদিনের পুরানো বসবাসকারী দোতলা মাটির বাড়ি হঠাৎ ভেঙে পড়ে।
/anm-bengali/media/post_attachments/7341a300-182.png)
চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। একজনের নাম পুষ্প রানী মাজী (৯২) ও অপরজন সুষমা গোস্বামী (৬০ )। জিসিবি মেশিন দিয়ে বাড়ির ভেঙে পড়া ধ্বংসস্তূপগুলোকে সরিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us