অনামিকার মৃত্যুর এক সপ্তাহ পার, এবার গর্জে উঠলো বিশ্ববিদ্যালয়ের অন্দর
মহালয়ার সকালে আপনার পাশে থাকবে কলকাতা মেট্রো
‘বিভ্রান্তকর নেতা’, রাহুল গান্ধীকে চরম অপমান কেন্দ্রীয় মন্ত্রীর
বাংলার জিএসটি নিয়ে এবার অবাক করা কথা বললেন অর্থমন্ত্রী
আশঙ্কায় সত্যি! কেরলের পর এরাজ্যেও মিললো অ্যামিবা আক্রান্তের খোঁজ, সংখ্যা ২০
ক্ষতিগ্রস্ত গ্রামীণ পরিবারগুলির পাশে লোকসভার স্পিকার ওম বিরলা
জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী রোবো শংকর আর নেই
‘নির্বাচন কমিশন নিজেকে অপমান করছে’, দাবি কংগ্রেসের
গগনযান মিশন নিয়ে বড় ঘোষণা ISRO প্রধান ভি. নারায়ণনের — “২০২৭ সালের প্রথম প্রান্তিকে মহাকাশে যাবে ভারতীয় গগনযাত্রী”

দূষণের গ্রাসে গোটা গ্রাম, এলাকায় ছড়িয়েছে আতঙ্ক

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ বাহিনী।

author-image
Adrita
New Update
f

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপা শিল্পতালুকের বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার বিষাক্ত ধোঁয়া আর ছায়ে বাঁশকোপা গ্রাম জর্জরিত। যার ফলে ফসল হচ্ছে না মাছ চাষ হচ্ছে না। এমনকি চর্মরোগ, হৃদরোগ, চোখের ছানি সহ পেটের সমস্যা দেখা দিচ্ছে। বাড়ি থেকে বেরোনোই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , " দূষণের ফলে একদিকে যেমন গ্রাম অপরদিকে তেমনি স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে কাজে। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে তাঁরা বিষয়টি জানিয়েছেন কোন কর্ণপাত করছে না। বিগত বছরেও একই অভিযোগ তুলে আন্দোলনের সামিল হয়েছিলেন কিন্তু সাময়িক বিষাক্ত ছাই বন্ধ করে। কিন্তু কয়েক মাস পর আবার আগের ছন্দেই ফিরে যায়। যতক্ষণ না পর্যন্ত এলাকার পাশে ছাই ফেলা বন্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন। " পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ বাহিনী।

স

cityaddnew

স