জেল হেফাজতে মৃত্যু , ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পাঁচলা

মৃতের এক আত্মীয়ের কথায়, ''ওর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। সোমনাথকে পিটিয়ে মেরেছে পুলিশ।''  এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে  হাওড়ার পাঁচলা থানার জয়নগর এলাকা।

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-09-02 at 18.06.59.jpeg

নিজস্ব সংবাদদাতা:  এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠেছিল সোমনাথ সর্দার নামে এক বছর ২৬ এর যুবকের ওপর । মঙ্গলবার রাতে ঐ যুবককে পুলিশ গ্ৰেফতার করে । এর পর গত ৩০ আগস্ট ঐ অভিযুক্তকে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেন । পুলিশের দাবি , ঐ যুবক শুক্রবার রাতে হাওড়া সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন । সেখান থেকে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাতেই মৃত্যু হয় তাঁর। অন্য দিকে, সোমনাথের মৃত্যুসংবাদ তাঁর এলাকায় পৌঁছতেই মুহূর্তে উত্তপ্ত হয় এলাকা। পুলিশের বিরুদ্ধে বিচারাধীন বন্দিকে পিটিয়ে মারার অভিযোগ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, জেল হেফাজতে সোমনাথের উপর অত্যাচার করেছে পুলিশ। তাতেই তার মৃত্যু হয়েছে। মৃতের এক আত্মীয়ের কথায়, ''ওর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। সোমনাথকে পিটিয়ে মেরেছে পুলিশ।''  এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে  হাওড়ার পাঁচলা থানার জয়নগর এলাকা।