/anm-bengali/media/media_files/2025/05/19/gXuLj1iYiCtQ1xL2TaOI.jpg)
নিজস্ব সংবাদদাতা : পাক সেনার সদর দফতর (GHQ) রাওয়ালপিন্ডি থেকে অন্য কোথাও সরানোর পরিকল্পনা ঘিরে জোরদার প্রতিক্রিয়া দিল ভারত। এক শীর্ষ ভারতীয় আকাশ প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, পাকিস্তান যদি ভাবে সদর দফতর সরিয়ে নিরাপদে থাকবে, তবে তারা মারাত্মক ভুল করছে। তাঁর কথায়, "পাকিস্তানের পুরো ভূখণ্ডই আমাদের মিসাইলের আওতায়। ওদের এমন জায়গায় যেতে হবে, যেখানে লুকিয়ে থাকা যায়—যেমন গভীর গর্তের মধ্যে।"
/anm-bengali/media/media_files/2025/05/12/9s4xAqVxpLDRlvtWBHbz.jpg)
এই মন্তব্যে স্পষ্ট, পাকিস্তানের কোনও সামরিক ছলচাতুরি ভারতের নজর এড়াতে পারবে না। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাও যে পূর্ণমাত্রায় প্রস্তুত এবং আক্রমণাত্মক মনোভাবেই এগোচ্ছে, সে বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে এই কড়া হুঁশিয়ারির মাধ্যমে। সীমান্তে চলমান উত্তেজনার আবহে এই বক্তব্য দুই দেশের সম্পর্ককে আরও টানাপোড়েনে ফেলবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।
Whole of Pakistan within our range...they will have to find deep hole: Top Army Air Defence officer on Pak Army's plans to relocate headquarters
— ANI Digital (@ani_digital) May 19, 2025
Read @ANI Story | https://t.co/IB566m2x3a#LtGenSumerIvanDCunha#Pakistan#OperationSindoorpic.twitter.com/4CI4I2Z5nx
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us