লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের উঠলো সন্দীপ ঘোষের খুনিদের গ্রেপ্তারের দাবি

বিজেপি কর্মীরা পুলিশ ফাঁড়ির গেটে ধাক্কা দিয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে চলে বচসা।

author-image
Adrita
New Update
স

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমানঃ ২০১৮ সালের ৯ ডিসেম্বর লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ খুন হয় মলানদিঘির সরস্বতী গঞ্জের জঙ্গলে। তখন থেকেই অধরা রয়েছে মূল অভিযুক্তরা। সেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এবং শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে কাঁকসার মলানদিঘি পুলিশফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছে বিজেপির কর্মী এবং সমর্থকরা।

বিজেপি কর্মীরা পুলিশ ফাঁড়ির গেটে ধাক্কা দিয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে চলে বচসা। তারপরেই পুলিশ ফাঁড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেন তারা। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার জিসান মোর্চার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন," রাজ্যজুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল নেতৃত্বরা। ২০১৮ সালে তাদের বুথ সভাপতি সন্দীপ ঘোষকে গুলি করে খুন করা হয়। তখন থেকেই অধরা রয়েছে মূল অভিযুক্তরা। আবার বেশ কয়েকজন অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছে। '' 

লোকসভা নির্বাচনের প্রাক্কালে তারা আবার এলাকায় সন্ত্রাস ছড়াতে পারে এই অভিযোগ তুলে বিক্ষোভ তাদের। রাজ্যের বিভিন্ন প্রান্তে অধরাই থেকে যাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। এই এলাকাতেও তৃণমূলের সন্ত্রাস বাড়ছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন। দ্রুত দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটারও হুঁশিয়ারী দান তারা। 

স্ব

স

স

Add 1