/anm-bengali/media/media_files/jsbyeTdV5gNGYkyAljj6.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ শিয়ালদহের ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "আগুন লাগার কারণ শর্ট সার্কিট। নিচতলায় আগুন লাগার পর থেকে প্রায় ৮০ জন রোগী আটকা পড়েছেন। আগুনের ঠিক উপরে ছিল অনকোলজি বিভাগ, যা ধোঁয়ায় ভরে গিয়েছিল এবং দুর্ভাগ্যক্রমে একজন রোগী প্রাণ হারিয়েছিলেন। প্রশাসন, পুলিশ ও দমকল বিভাগ রোগীদের উদ্ধারে ভালো কাজ করেছে। এখানে ফায়ার সার্ভিসের ১০টি ইঞ্জিন কাজ করছে। ৫৪ জন রোগীকে শিয়ালদহ ইএসআই থেকে মানিকতলা ইএসআই-এ স্থানান্তরিত করা হয়েছে।"
#WATCH | Kolkata, West Bengal: On the ESI Hospital Sealdah fire incident, TMC leader Kunal Ghosh says, "... The cause of the fire is a short circuit. Nearly 80 patients were trapped since the fire broke out on the ground floor. Right above the fire was the oncology department,… pic.twitter.com/FLAqyF6xae
— ANI (@ANI) October 18, 2024
প্রসঙ্গত, শুক্রবার অর্থাৎ আজ সকালে শিয়ালদহ ইএসআই হাসপাতালে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়েই হাসপাতালে পৌঁছেছে দমকল বাহিনী। খবর পেয়ে ১০টি ইঞ্জিন পৌঁছে যায় ঘটনাস্থলে। প্রবল ধোঁয়ায় হাসপাতাল ঢেকে যায়, ফলে দমবন্ধ হয়ে আসে রোগীদের। এক রোগীর মৃত্যু হয়েছে। খবর পেয়েই হাসপাতালে যান দমকলমন্ত্রী সুজিত বসু। মন্ত্রী জানিয়েছেন, এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে। আচমকা দেখা যায়, হাসপাতালের একটা অংশ দাউ দাউ করে জ্বলছে। এরপরই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। খবর পেয়ে দ্রুত পৌঁছয় দমকল। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us