/anm-bengali/media/media_files/KmgpAjU8MpHcKb6Xx9lS.webp)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ রতন টাটার মৃত্যুতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, "তিনি সব সময় দেশের কথা বলতেন। তিনি ভারতকে বিশ্বের দরবারে স্বীকৃতি দিয়েছেন। শিল্পপতি হিসেবে তাঁর দূরদৃষ্টি ছিল অসাধারণ। আমি যখন তিরুপতিতে একটি ক্যান্সার হাসপাতাল চালু করার জন্য অনুরোধ করেছিলাম, তিনি তা করেছিলেন। আমরা একজন মহান রাষ্ট্রনায়ককে হারালাম। কিন্তু তার চিন্তা, আদর্শ চিরকাল থেকে যাবে।"
#WATCH | On the demise of Ratan Tata, Andhra Pradesh CM N Chandrababu Naidu says, "...He always used to talk about the nation. He has given India recognition globally. As an industrialist, he had a great vision...When I requested him to start a cancer hospital in Tirupati, he did… pic.twitter.com/Wbuz1IT7Wr
— ANI (@ANI) October 10, 2024
প্রসঙ্গত, টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান তথা দেশের অন্যতম প্রথম সারির শিল্পপতি রতন টাটার জীবনাবসান। অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বয়স বাড়লেও কাজের জগতে সক্রিয় ছিলেন রতন টাটা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ছিলেন সক্রিয়। টাটা সনস সংস্থাকে যেভাবে তিনি এগিয়ে নিয়ে গিয়েছে, সংস্থার যা কর্মকাণ্ড, তা কার্যত এক দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতের শিল্পের জগতে। গত ৬ অক্টোবর মধ্যরাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের একটি হাসপাতালে। অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে যখন উদ্বেগ বাড়ে, তখন সোশ্যাল মিডিয়ায় আসে রতন টাটার বার্তা। তিনি জানান, তিনি সুস্থই আছে। তাঁকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। কিন্তু বুধবার ফের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তাঁর। তখনই জানা যায়, অবস্থা আশঙ্কাজনক। আর ফেরা হল না কিংবদন্তী শিল্পপতির। রাতেই এল তাঁর মৃত্যুর খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us