/anm-bengali/media/media_files/vFmAbEuPJI2O07LhNXq7.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ জুনিয়র ডাক্তারদের অনির্দিষ্টকালের অনশন প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "এই ধরণের অনশন চালিয়ে যাওয়া উচিত নয় কারণ প্রক্রিয়াটি এখন আদালতে রয়েছে। সিবিআই তদন্ত করছে। কলকাতা পুলিশের হাতে চার্জশিট দাখিল করা হয়েছে। অনশনের দরকার নেই।"
#WATCH | On junior doctors' indefinite hunger strike, TMC leader Kunal Ghosh says, "...This type of hunger strike should not be continued as now the process is in court. CBI is investigating. Chargesheet has been filed against the accused arrested by Kolkata Police...there is no… pic.twitter.com/n6MARjea99
— ANI (@ANI) October 17, 2024
প্রসঙ্গত, ৮ দিনের মাথায় বৃহস্পতিবার অর্থাৎ আজ দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। তাকে হাসপাতাল থেকে নিয়ে আসতে দেখা যায় অন্যতম সহযোদ্ধা কিঞ্জল নন্দকে। শারীরিকভাবে যথেষ্ট দুর্বল রয়েছেন তিনি। তাকে সময় মতো খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন কিঞ্জল।
এদিন প্রথমে এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন জুনিয়র ডাক্তাররা। তাতেই অনিকেতের বর্তমান অবস্থা নিয়ে সাধারণ মানুষকে জ্ঞাত করেছেন কিঞ্জল। তাকে জানানো হয়েছে এই শারীরিক অবস্থায় যাতে নতুন করে অনশনে যোগ না দেন অনিকেত। এদিন হাসপাতালে অনেকের ছাড়া পাওয়ার পরেই সাংবাদিক বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। অনশনরত বাকিদের শারীরিক অবস্থার বিস্তারিত জানিয়েছেন তারা।