/anm-bengali/media/media_files/4UPiIXzqWNAmfdverm78.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজো শুধু এ বঙ্গে নয়, হচ্ছে দেশ-বিদেশের বহু জায়গাতেই। এর মধ্যে ওড়িশাতে বেশ ধুমধাম করেই পালিত হয় দুর্গাপুজো। ফলে নিরাপত্তার বিষয়টিও জোরদার করা হয়। এবছরও দুর্গাপূজার জন্য ভুবনেশ্বর এবং কটকে ৮৬ প্লাটুন ফোর্স মোতায়েন করা হয়েছে, পুলিশ কমিশনার সৌমেন্দ্র কুমার প্রিয়দর্শী এদিন এমনটাই জানান।
তিনি আরও জানিয়েছেন, “ভুবনেশ্বর এবং কটক শহরে অনেক আড়ম্বর ও জাঁকজমকের সাথে দুর্গাপূজা পালন করা হয়। ১৬০টিরও বেশি কটকে প্যান্ডেলের আয়োজন করা হচ্ছে যার মধ্যে ৩২টি 'চণ্ডী প্যান্ডেল', যার অর্থ হল পটভূমি রূপোর তৈরি। এছাড়া ভুবনেশ্বরে ১৮৮টি প্যান্ডেল রয়েছে। আগামী ৫ দিনের মধ্যে, লক্ষাধিক লোক পরিদর্শন করবে এই মণ্ডপগুলি। শুধু এখানকার স্থানীয়রা নন, বাইরের থেকেও বহু মানুষ এই সময় ওড়িশায় আসেন। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে”।
“কটকের মোতায়েন থাকছে ৫৫ প্লাটুন ফোর্স। এছাড়া প্রায় ১০০০ কনস্টেবল এবং ৫০০ অফিসার মোতায়েন থাকবেন। এছাড়া ৮ জন অতিরিক্ত এসপি পদমর্যাদার কর্মকর্তারাও তত্ত্বাবধানে থাকবেন। ডিসিপি কটক পুরো ব্যবস্থার তত্ত্বাবধান করবেন। ভুবনেশ্বরে প্রায় ৩১ প্লাটুন ফোর্স, ৫০০ জনেরও বেশি কনস্টেবল, ২০০ হোম গার্ড এবং প্রায় ৫০০ অফিসার মোতায়েন থাকবেন। এই পুরো ব্যবস্থাটি ডিসিপি ভুবনেশ্বর তত্ত্বাবধান করবেন। এছাড়াও থাকবেন ১২ জন অতিরিক্ত ডিসিপি, ২৩ জন এসিপি, ৪১ জন পরিদর্শক এবং প্রায় ১৬০ জন অফিসার। আমাদের উভয় শহরেই সিসিটিভি কন্ট্রোল রুম রয়েছে। আমরা সিসিটিভির মাধ্যমে পুরো ব্যবস্থা পর্যবেক্ষণ করব”।
#WATCH | Bhubaneswar, Odisha: On 86 platoon force deployed in Bhubaneshwar and Cuttack for Durga Puja, Commissioner of Police Soumendra Kumar Priyadarshi says, "Durga pooja is observed with a lot of pomp and grandeur in the cities of Bhubaneswar and Cuttack... More than 160… pic.twitter.com/AniTsBxxk5
— ANI (@ANI) October 20, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us