/anm-bengali/media/media_files/1000069635.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কলকাতা হাইকোর্টের রায় মেনেই ওবিসি সংরক্ষণ নীতিতে বড়সড় সংশোধনের পথে হাঁটল রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পূর্বের তালিকা থেকে দু’টি জাতি বাদ দিয়ে নতুন করে ৭৬টি জাতিকে যুক্ত করে ওবিসি তালিকার জাতির সংখ্যা এখন দাঁড়াল ১৪০-এ।
২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০১০ সাল থেকে রাজ্যে জারি হওয়া ওবিসি শংসাপত্রের বৈধতা বাতিল করে দেয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার বেঞ্চ জানায়, ওবিসি তালিকা তৈরির প্রক্রিয়ায় গলদ রয়েছে। এর ফলে প্রায় ১২ লক্ষ শংসাপত্র বাতিল করা হয়।
এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, যেখানে আইনজীবী কপিল সিব্বল জানান, নতুন করে সমীক্ষা শুরু হয়েছে এবং ‘ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস’ এর ভিত্তিতে তালিকা তৈরি করা হচ্ছে। শীর্ষ আদালত জুলাই মাসে পরবর্তী শুনানির নির্দেশ দেয়।
প্রশাসনিক সূত্রে খবর, সমীক্ষার কাজ অনেকটাই সম্পূর্ণ। এই নতুন তথ্যের ভিত্তিতে রাজ্য সরকার নতুন সংরক্ষণ নীতির খসড়া তৈরি করে মন্ত্রিসভায় পেশ করেছে। পুরনো তালিকায় ছিল ৬৬টি জাতি। বাদ পড়েছে ২টি জাতি। নতুনভাবে যুক্ত হয়েছে ৭৬টি জাতি। মোট সংখ্যা দাঁড়াল ১৪০টি জাতি।
এই নতুন নীতির খসড়া আগামী দিনে বিধানসভার অধিবেশনে পেশ করা হবে বলে জানা গিয়েছে। এই তালিকা চূড়ান্ত হলে চাকরি ও নিয়োগ পরীক্ষায় ওবিসি সংরক্ষণ পুনরায় কার্যকর হবে।