নজরে কি এবার অভিনেত্রী?

আগামী শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে সায়নী ঘোষকে। যা জানা যাচ্ছে, কুন্তল ঘোষের গ্রেফতারির পর আর্থিক বিষয়ে তদন্ত করতে গিয়ে সায়নী ঘোষের নাম উঠে আসে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sayani_ghosh

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এবার নজরে উঠে এলেন অভিনেত্রী। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে তলব করল ইডি।

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় সায়নী ঘোষকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। যা জানা যাচ্ছে, কুন্তল ঘোষের গ্রেফতারির পর আর্থিক বিষয়ে তদন্ত করতে গিয়ে সায়নী ঘোষের নাম উঠে আসে। এমনকি একটি সম্পত্তি কেনাবেচাতেও তাঁর নাম সামনে আসে। এই আর্থিক লেনদেন ও সম্পত্তি কেনাবেচাকে সামনে রেখেই সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। যা জানা যাচ্ছে, তাঁর কাছ থেকে বেশ কিছু নথিও চাওয়া হয়েছে।