নিপা ভাইরাস, নিয়ে আসছে এই মুহুর্তের গুরুত্বপূর্ণ খবর

স্বস্তির খবর শোনালেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

New Update
ezgif.com-webp-to-jpg (52)(1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ডেঙ্গি, ম্যালেরিয়ার মাঝে নতুন ভয়ের সৃষ্টি করেছে নিপা ভাইরাস। প্রতি মুহুর্তের কেরলের পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। এমন অবস্থায় স্বস্তির খবর শোনালেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

তিনি জানিয়েছেন, “বর্তমানে কোনও নতুন আক্রান্তের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উচ্চ-ঝুঁকিপূর্ণ তালিকায় ৩৫২ জনের নাম রয়েছে। চিকিৎসাধীন ৯ বছরের ছেলেটি ভেন্টিলেশনের বাইরে এসেছে। বর্তমানে, সে অক্সিজেন সাপোর্টে রয়েছে”।

 

মন্ত্রী এদিন এও জানিয়েছেন, “যে শিশুটির স্বাস্থ্যের উন্নতি হয়েছে। অবস্থা আশাব্যঞ্জক। এখন আক্রান্তের তালিকায় রয়েছে ১২৩৩ জন। এর মধ্যে ২৩ জন মেডিকেল কলেজে ভর্তি। IMCH-এ আছেন ৪ জন। ৩৬টি বাদুড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ৩৪,১৬৭টি বাড়ি পরিদর্শন সম্পন্ন করেছেন স্বাস্থ্যকর্মীরা। বাকি বাড়ি গুলিতেও সন্ধান চালানো হচ্ছে”।