New Update
/anm-bengali/media/media_files/h5GHfdRAwuNRn9oGadW8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রেল যাত্রা যেন ক্রমে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে যাত্রীদের জন্য। বিপর্যয় কাটিয়ে আজই যাত্রা শুরু করেছিল করমণ্ডল এক্সপ্রেস। এরই মধ্যে ঘটল বিপত্তি। এবার কোলফিল্ড এক্সপ্রেসে বিভ্রাট। হাওড়া স্টেশন ছেড়ে যাওয়ার পরেই সমস্যা দেখা দেয়। হাওড়ার সালকিয়ার বামনগাছি ব্রিজের কাছে আটকে গিয়েছিল এক্সপ্রেস। ভেঙে যায় প্যান্ট্রোগ্রাফ, ছিঁড়ে যায় তার। বিভ্রাটের খবর পাওয়ার পরই ব্যবস্থা নেয় রেল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us