ফের স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা দেশের

সিউল-মার্কিন মহড়ায় স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে উত্তর কোরিয়া।

New Update
North Korea

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আকাশে সামরিক নজর রাখার প্রথম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার মাত্র তিন মাস পর উত্তর কোরিয়া আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে, যার নিন্দা জানিয়েছে টোকিও ও সিউল। পিয়ংইয়ং মঙ্গলবার জাপানের কোস্ট গার্ডকে জানিয়েছে, ২৪ থেকে ৩১ আগস্টের মধ্যে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে এবং টোকিও ভূখণ্ডে অবতরণ করলে জাহাজ ও পিএসি-৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে।

সিউল বলেছে যে এই উৎক্ষেপণটি "একটি অবৈধ কাজ" হবে কারণ এটি উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক প্রযুক্তি ব্যবহার করতে নিষেধ করে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, যা মহাকাশ উৎক্ষেপণ এবং ক্ষেপণাস্ত্র উভয়ের জন্য ব্যবহৃত হয়।

দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "উত্তর কোরিয়ার তথাকথিত 'স্যাটেলাইট উৎক্ষেপণ' জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের সুস্পষ্ট লঙ্ঘন। উত্তর কোরিয়া যে অজুহাতই তৈরি করুক না কেন, তারা এই অবৈধ কাজকে ন্যায়সঙ্গত করতে পারবে না।"